Jump to ratings and reviews
Rate this book

প্রথম আলো #1

প্রথম আলো ১

Rate this book
তিহাস ও কল্পনা এই দুইয়ে মিলিয়ে এক অনন্য এবং অসাধারন উপন্যাস এই প্রথম আলো।। সুনীল গঙ্গোপাধ্যায়ের এক অসাধারন সৃষ্টি এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস ।যদিও অনেক বড় বই কিন্তু বইটির প্রতিটি পাতা যেন ইতিহাসের ছায়া। ঐতিহাসিক উপন্যাস লিখতে গিয়ে যেন তিনি বইটিকেই ইতিহাসের অংশ করে রেখে গেছেন।

একদিকে কলকাতায় ঠাকুর পরিবার এবং রবীন্দ্রনাথ, একদিকে রামকৃষ্ণ পরমহংস এবং তাঁর শিষ্য নরেন্দ্রনাথ (স্বামী বিবেকানন্দ) এবং অন্যদিকে ত্রিপুরার রাজপরিবার এই তিনটি পৃথক অংশকে তিনি এক সুতাতে গেঁথেছেন । প্রথম পত্রে রবিন্দ্রনাথ ,কাদম্বরী দেবী এবং ঠাকুর পরিবারের অসংখ্য অজানা বিষয় , রামকৃষ্ণ পরমহংসের জীবনধারা ছাড়াও রয়েছে তৎকালীন ত্রিপুরার(কুমিল্লা) রাজা বীর মাণিক্যে ও তাঁর পরিবারের নানা কথা । তবে উপন্যাসের মূল চরিত্র হিসেবে রয়েছে দু'টি কাল্পনিক চরিত্র "ভরত ও ভূমিসুতা" এবং তাঁদের মধে প্রনয়ের নানা বাধা-বিপত্তি।

যারা আমার মত রবীন্দ্রনাথের ভক্ত এবং তাঁর সম্পর্কে জানতে চান তারা দেরি না করে আজই পড়ে ফেলুন,আর ভক্ত না হলে কাল-পরশু পড়লেও চলবে কিন্তু পড়ুন ।

424 pages, Hardcover

First published May 1, 1996

Loading interface...
Loading interface...

About the author

Sunil Gangopadhyay

634 books887 followers
Sunil Gangopadhyay (Bengali: সুনীল গঙ্গোপাধ্যায়) was a famous Indian poet and novelist. Born in Faridpur, Bangladesh, Gangopadhyay obtained his Master's degree in Bengali from the University of Calcutta, In 1953 he started a Bengali poetry magazine Krittibas. Later he wrote for many different publications.

Ganguly created the Bengali fictional character Kakababu and wrote a series of novels on this character which became significant in Indian children's literature. He received Sahitya Academy award in 1985 for his novel Those Days (সেই সময়). Gangopadhyay used the pen names Nil Lohit, Sanatan Pathak, and Nil Upadhyay.

Works:
Author of well over 200 books, Sunil was a prolific writer who has excelled in different genres but declares poetry to be his "first love". His Nikhilesh and Neera series of poems (some of which have been translated as For You, Neera and Murmur in the Woods) have been extremely popular.

As in poetry, Sunil was known for his unique style in prose. His first novel was Atmaprakash (আত্মপ্রকাশ) and it was also the first writing from a new comer in literature published in the prestigious magazine- Desh (1965).The novel had inspiration from ' On the road' by Jack Kerouac. His historical fiction Sei Somoy (translated into English by Aruna Chakravorty as Those Days) received the Indian Sahitya Academy award in 1985. Shei Somoy continues to be a best seller more than two decade after its first publication. The same is true for Prothom Alo (প্রথম আলো, also translated recently by Aruna Chakravorty as First Light), another best selling historical fiction and Purbo-Paschim (পূর্ব-পশ্চিম, translated as East-West) a raw depiction of the partition and its aftermath seen through the eyes of three generations of Bengalis in West Bengal, Bangladesh and elsewhere. He is also the winner of the Bankim Puraskar (1982), and the Ananda Puraskar (twice, in 1972 and 1989).

Sunil wrote in many other genres including travelogues, children's fiction, short stories, features, and essays. Though he wrote all types of children's fiction, one character created by him that stands out above the rest, was Kakababu, the crippled adventurer, accompanied by his Teenager nephew Santu, and his friend Jojo. Since 1974, Sunil Gangopadhyay wrote over 35 novels of this wildly popular series.

Death:
Sunil Gangopadhyay died at 2:05 AM on 23 October 2012 at his South Kolkata residence, following a heart attack. He was suffering from prostate cancer for some time and went to Mumbai for treatment. Gangopadhyay's body was cremated on 25 October at Keoratola crematorium, Kolkata.

Awards & Honours:
He was honored with Ananda Award (1972, 1979) and Sahitya Academy Award (1984).

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1,506 (65%)
4 stars
574 (25%)
3 stars
162 (7%)
2 stars
36 (1%)
1 star
17 (<1%)
Displaying 1 - 30 of 101 reviews
Profile Image for Riju Ganguly.
Author 36 books1,684 followers
December 19, 2019
বাংলা সাহিত্যের শ্রেষ্ঠতম বইগুলোর মধ্যে অন্যতম এই বইয়ের কোনো রিভিউ হয় না। 'দেশ'-এ ধারাবাহিক প্রকাশের সময়ই পড়েছিলাম লেখাটিকে। শুধু সুখপাঠ্য বলে নয়, বাংলা তথা ভারতের ইতিহাসের এক সন্ধিক্ষণে আলো আর অন্ধকারের এমন কৌতূহলোদ্দীপক অথচ মায়াবী আখ্যান লক্ষ-লক্ষ পাঠকের মনন ও চিন্তনে প্রভাব ফেলেছিল। বহু ঐতিহাসিক চরিত্র, যাদের এযাবৎ ইতিহাসের ধুলো আর কিংবদন্তির ধোঁয়ার আড়ালেই দেখতে অভ্যস্ত ছিলাম, এই বইয়েই রক্তমাংসের মানুষ হয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছিলেন।
এ বই যদি আজও না পড়ে থাকেন, তাহলে বড্ড ভুল করেছেন। ত্রুটি সংশোধনে তৎপর হোন, কারণ শুভকাজে দেরি করতে নেই।
Profile Image for Benozir Ahmed.
199 reviews87 followers
January 7, 2024
৮ম বা ৯ম শ্রেণীতে থাকতে বইটা পড়েছিলাম। সে অনেক কাল আগের কথা। তারপর অনেক অশোক পাতা ঝরেছে। মস্তিষ্কের নিউরন গুলো কে খানিকক্ষণ উপর্যুপুরি ভাবে নাড়া চাড়া করে ও একটা মোটামুটি রিভিউ লেখার মত কাহিনীটুকু মনে করতে পারলাম না। মনে হয়, তিন তারা দিয়ে অবিচার করা হচ্ছে বইটাকে। কিন্তু এতটুকু মনে আছে এই বইটা পড়ার আগেই "সেই সময়" আর "পুর্ব পশ্চিম" পড়া হয়েছিল। লেখক এর কাছে প্রত্যাশার দাবীটা একটু বেশীই ছিল বোধ হয় সে কারণে। সুনীল আমার খুব প্রিয় একজন লেখক। কিন্তু এই বইটা শেষ করতে গিয়ে বেশ কয়েকবার ধৈর্য বাবুর হাতে পায়ে ধরতে হয়েছিল। এবং এটা নিশ্চিত জীবন এর কোন এক পর্যায়ে গিয়ে আবার বইটা হাতে না নিলে নিজের কাছে অপরাধী থেকে যাব।
Profile Image for Tisha.
376 reviews1,045 followers
August 21, 2015
বেশ কয়েক বছর আগে বইটির হার্ড কপি এনেছিলাম একজনের কাছ থেকে পড়বার জন্য। পড়া হয়নি তখন, ফেরত দিয়ে এসেছিলাম। কি মস্ত ভুল-ই না করেছিলাম! এতো অসাধারণ একটি বই কিভাবে না পড়লাম তখন!
কি অসাধারণ লেখনী, ইতিহাসকে কি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন সুনীল তাঁর এই বইটিতে! আমার কাছে বইটির সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল প্রিয় কবি রবি ঠাকুরের জীবন চিত্র। ভালো লেগেছে খুব। প্রিয় বইগুলোর লিস্টে আরেকটি নাম যোগ হল।
দ্বিতীয় খণ্ড পড়ার অপেক্ষায়... :)
Profile Image for Ësrât  Járïñ.
496 reviews73 followers
June 8, 2024
সুস্থ হলে রিভিউ লিখবো অন্য কোন দিন।
Profile Image for DEHAN.
249 reviews66 followers
July 22, 2020
বিখ্যাত বিখ্যাত লোকজনের চারিত্রিক বিশ্লেষণ ধর্মী এই উপন্যাসে কি নাই ?
আছে সুখ, আছে দুঃখ, আছে অপমান, আছে তাচ্ছিল্য, আছে ঘৃনা , আছে ক্রোধ , আছে লালসা , আছে বিরক্তি , আছে ভালোবাসা ,আছে ব্লা ব্লা ব্লা ....
উপন্যাসের শুরু বাংলার স্বাধীন রাজ্য ত্রিপুরার রাজা বীরচন্দ্র মাণিক্যের খাসমহল থেকে তারপর গল্পের মোড় ঘুরিয়ে সুনীল গঙ্গোপাধ্যায় নিয়ে গেলেন জোড়াসাঁকোর রবীন্দ্রনাথের কাছে তারপর জ্যোতিন্দ্রনাথ, কাদম্বরী দেবী, বঙ্কিম, স্বামী বিবেকানন্দ , জগদীশ চন্দ্র বসু....এভাবে আরো কত চেনাজানা লোকজনদের যে এর মধ্যে আসা যাওয়া হলো তার হিসেব নাই! পাঠক যত গভীরে ঢুকবেন ততো জানতে পারবেন অন্দরমহলের ঘটনা। রবীন্দ্রনাথ কবি কিভাবে হলো, কাদম্বরীর আত্মহননের ���ারণ, স্বামী বিবেকানন্দর রামকৃষ্ণ পরমহংস নামক এক পাগলা সাধুর সংস্পর্শে এসে ঘোর নাস্তিক থেকে ধর্মানুরাগী হওয়ার কারণ আরো নানাবিধ ইত্যাদি সিত্যাদি । তাছাড়া সেকালে ভারতে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, ব্রিটিশ রা কেমন করে আস্তে আস্তে পুরো দেশটাতে জাকিয়ে বসছে তার ইতিহাসের একটা চিত্র উঠে এসেছে উপন্যাসের মধ্যে। এক কথায় প্রথম আলোতে শুধু দিনের আলো নয় বরং রাতের নিকশ অন্ধকারের কথাও মিলেমিশে একাকার হয়ে গেছে ৷ যাই হোক একটা মর্মান্তিক কিন্তু চূড়ান্ত রকম হাস্যকর কাহিনি বলার লোভ সামলাতে পারছি না -
তখন চাকরি-বাকরির এমন ই অবস্থা যে অনেক বেকার যুবক শ্মশানঘাটগুলোতে গিয়ে সারাদিন কাটায় । কোন পুরুষ মরা এলেই তারা সাগ্রহে গিয়ে জিজ্ঞেস করে , কোন হৌসে কাজ করতেন ? কেরানি না দারোগা ? তারপর তারা দরখাস্ত পাঠায় এই বয়ানে - ‘’ স্যার লার্নিং ফ্রম দ্য বার্নিং ঘাট দ্যাট এ পোস্ট ইজ লাইইং ভেকান্ট ইন ইউর অফিস …’’
Profile Image for Tasnima Oishee.
140 reviews23 followers
March 10, 2021
এবছরের পড়া দ্বিতীয় বই এটা। এমনিতে পূর্ব-পশ্চিম এবং সেই সময় আগেই পড়া ছিলো। সেই দুটো বই ও আমার অসম্ভব প্রিয়। সেই তালিকায় এবার যোগ হয়েছে প্রথম আলো।

এখানের সবচে' প্রিয় চরিত্র হচ্ছে রবীন্দ্রনাথের নতুন বৌঠান কাদম্বরী। হিস্টোরিক্যাল ফিকশনে লেখকের কল্পনাপ্রসূত অনেক কিছুই থাকে কিন্তু সুনীল এক অন্যরকম মমতা দিয়ে কাদম্বরীকে এঁকেছেন। পুরো গল্পে আমি এই এক কাদম্বরীর জন্যই কেঁদেছি, তার অভিমানের সাথে একটু নিজেকেও খুঁজে নিয়েছি সেটাও আমি অস্বীকার করবো না। বেশ ক বছর আগে পশ্চিম বাংলার কাদম্বরী সিনেমাটা দেখেছিলাম। মনে হচ্ছে এই বই এর ছায়া ছিলো। বই পড়ার সময় কাদম্বরীর কথা ভাবতেই কঙ্কনা সেন শর্মার মুখটাই মনে পড়ছিলো। কাদম্বরীর আরো অনেক কিছুই পাওনা ছিলো এই সংসার থেকে!

দ্বিতীয়ত, যখন এদেশের প্রথম ডাক্তারি পড়তে যাওয়া মেয়েটি দেশে ফেরত আসার পরে তার বাবার সাথে মহেন্দ্রলাল সরকার দেখা করতে যাচ্ছিলেন, তখন ডাক্তার মহেন্দ্রনাল সরকা্রেরকাছে মেয়েটির বাবা তার হবু জামাই এর বর্ণনা দিচ্ছিলেন আর আমি জগদীশ চন্দ্র বসুর কথা ভেবেই উৎফুল্ল হয়ে গিয়েছিলাম।

দ্বিতীয় পর্ব শুরু করবো। ভূমিসুতাকে পাওয়া যাবে কিনা... ভরত শেষমেশ ভূমিকে ফিরে পাবে কিনা খুব জানতে ইচ্ছে করছে। ও আচ্ছা, শেষের দিকে , ইরফান আর ভরতের ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব নিয়ে আলোচনাটাও আমার ভালো লেগেছিলো। শেষ কিছুদিন দেড় শতাব্দী আগে থেকে টাইম ট্রাভেল করে এসেছি বলে মনে হচ্ছে।
Profile Image for Sudipta.
159 reviews
July 9, 2013
সুনীল গঙ্গোপাধ্যায়-এর দারুণ লেখা বইগুলোর মধ্যে প্রথম আলো একটি । এটির দুটো খন্ড টানা তিন দিনে পড়ে শেষ করেছিলাম। এখন পড়লে হয়তো আর পারব না। পড়ার গতি অনেক কমে গেছে!! [ It's excellent book by Sunil Gangopadhyay. I read it's two parts in three days. ]
Profile Image for Mehjad Mehrin.
108 reviews5 followers
May 1, 2024
ম্যাট্রিক পরীক্ষার ছুটি কাটানোর সময় প্রথম পড়েছিলাম। বয়স ২০ পেরিয়ে যাওয়ার পর আবার পড়লাম।
.
"প্রথম আলো" বারবার পড়েও কখনোই ক্লান্ত হবো বলে মনে হয় না। এই নিয়ে ৩ বার পড়লাম। এই বই কখনোই পুরোনো হবে না।
Profile Image for Sabbir Hossain Abir.
96 reviews35 followers
May 22, 2024
ইতিহাস জানার ইচ্ছা অনেক আগে থেকেই। আর সেটা যদি হয় এইরকম গল্পের ছলে, তাহলে তো কথাই ���েই. তবে ইতিহাস পড়ার সব থেকে খারাপ দিক হলো লেখক যা লিখেছেন তা আপাদমস্তক বিশ্বাস করে নেয়া। লেখা ইতিহাস কখনোই 100% সত্যি ধরে নেয��া বোকামি। একটা কথা আছে না "Until the lions have their own historians, the history of the hunt will always glorify the hunter."
ওসব চিন্তা বাদ দিয়ে ইতিহাস পড়লে এই লেখার প্রশংসা না করে থাকা যায় না।
Profile Image for Avik.
30 reviews
February 2, 2022
Prothom Alo (The First Light) by Sunil Gangopadhyay is an epic work by the great author which encompasses the society of Bengal in the later part of the nineteenth century.
The period is often referred to as the period of the “Bengal Renaissance” as it saw a number of great personalities in action in this region of pre-independence India.

Sunil Gangopadhyay is undoubtedly one of the most important literary figures of his era in Bengal and Prothom Alo is a phenomenal piece of work by him.
It is a historical novel where Swami Vivekananda and Rabindranath Tagore are but characters. Sunil treads the boundary between fact and fiction with elegance, combining documented incidents with imagination, lending even well-known anecdotes a fresh perspective. The novel deals with a number of important personalities who breathed during this time, from Ishwar Chandra Vidyasagar and Bankim Chandra Chattopadhyay to the young freedom fighters in the latter stages. However, the lion’s share of pages are dedicated to the Ramkrishna-Vivekananda movement and the Tagore family.

The saint Ramkrishna as well as his disciple Swami Vivekananda are presented in a refreshingly irreverent fashion, shorn of the many legends, myths and aura that they are often ornamentally clouded with. What this did for me was endearing these two extraordinary personas to me. While Ramkrishna is mesmerizing as a man with disproportionately great insight into the human character and spirituality, than what a modern man would associate with his level of formal (or even informal) education, his disciple’s journey from a North Kolkata lad to a monk respected deeply across continents is like one of a friend - with whom we once spent days chatting with and who later went on a path of his own, rather than a biography of a guru. Later, we also encounter Sister Nivedita, whose journey from her Irish roots to India is a tale in itself. A related parallel plot is that of Girish Ghosh, the famous playwright, lyricist and actor and with him, a number of other playwrights and stage personalities of that era and how they shaped and adorned the stages of the city.

Rabindranath Tagore is presented in a humane form too, rather than a divine presence which is his more commonly found avatar in the Bengali and Indian psyche. He comes with his magnetic personality and his occasional frailties and of course, with his superhuman genius. The episodes of Rabindranath with his scientist friend Jagadish Chandra Bose present us with another less-discussed aspect of this great poet’s character. Prothom Alo also acquaints us with Rabi, the younger brother, as well as Rabindranath, the husband of Mrinalini Devi and the father of their children.

As much as real-life characters enthrall, the brilliance of Sunil shines through in the fictional part of the novel. Sunil creates a contemporary character who is in the scene and serves as a lens for the reader to watch events unfold and personalities walk past. Through it all, the life of this character himself unfolds towards an intriguing conclusion.

Prothom Alo is a riveting read. Sunil weaves a story around history and what a story it is !
Profile Image for Shom Biswas.
Author 1 book46 followers
May 12, 2015
Done with it. Have been struggling with this one for the last 5 months - started reading it on Jan 1st of this year. But 1000 pages of intricate story-line takes its toll. Was really tempted to do a Part 1 and Part 2 to ensure I do not fall back in the reading challenge. But I will desist.

Anyway, about the book now. For better or for worse, Sunil Gangopadhyay, who had been a trendsetter of a poet, will be remembered as the chronicler of Kolkata, the city. The time between 1850-1930 'odd, is a favorite of the Bengali - this was the time of the Bengali Renaissance; a magical, mysterious time. Characters, larger than life, brilliant, iconoclastic, innovative, abounded. And all this was done while the society was slowly moving away from stifling orthodoxy (and orthodoxy was not letting go without a fight!). 'Shei Shomoy' was the first book of Sunil Gangopadhyay's chronicling the time, and I have reviewed it here in this blog. Prothom Alo is the second. And it will forever stay in the shadows of the former. It shouldn't - the characters that inhabit this book are the more well known - Rabindranath Tagore, Swami Vivekananda, Ramakrishna Paramhansa, Dr. Mahendralal Sarkar, Aurobindo Ghose and the Anushilan Samity, even the Mahatma. It's just that the base on which the stories of these great lives are built, the doomed love story of Bharat and Bhumisuta, is not a comparison to the magnificence of Nabin Chandra Singha in the former.
But standalone, this is a fantastic book. You can see the expert hand of the writer chronicling the time, treating the characters, famous, known, and unknown, with extreme felicity. For a huge, huge book, this is extremely readable.

Prothom Alo (First Light)
Author: Sunil Gangopadhyay
Genre: Historical Fiction, Bengali
Source: Print
Rating: 4
May 2015
Profile Image for S M Hridoy.
32 reviews4 followers
March 11, 2016
ইতিহাস ও কল্পনা এই দুইয়ে মিলিয়ে এক অনন্য এবং অসাধারন উপন্যাস এই প্রথম আলো।। সুনীল গঙ্গোপাধ্যায়ের এক অসাধারন সৃষ্টি এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস ।যদিও অনেক বড় বই কিন্তু বইটির প্রতিটি পাতা যেন ইতিহাসের ছায়া। ঐতিহাসিক উপন্যাস লিখতে গিয়ে যেন তিনি বইটিকেই ইতিহাসের অংশ করে রেখে গেছেন।

একদিকে কলকাতায় ঠাকুর পরিবার এবং রবীন্দ্রনাথ, একদিকে রামকৃষ্ণ পরমহংস এবং তাঁর শিষ্য নরেন্দ্রনাথ (স্বামী বিবেকানন্দ) এবং অন্যদিকে ত্রিপুরার রাজপরিবার এই তিনটি পৃথক অংশকে তিনি এক সুতাতে গেঁথেছেন । প্রথম পত্রে রবিন্দ্রনাথ ,কাদম্বরী দেবী এবং ঠাকুর পরিবারের অসংখ্য অজানা বিষয় , রামকৃষ্ণ পরমহংসের জীবনধারা ছাড়াও রয়েছে তৎকালীন ত্রিপুরার(কুমিল্লা) রাজা বীর মাণিক্যে ও তাঁর পরিবারের নানা কথা । তবে উপন্যাসের মূল চরিত্র হিসেবে রয়েছে দু'টি কাল্পনিক চরিত্র "ভরত ও ভূমিসুতা" এবং তাঁদের মধে প্রনয়ের নানা বাধা-বিপত্তি।

যারা আমার মত রবীন্দ্রনাথের ভক্ত এবং তাঁর সম্পর্কে জানতে চান তারা দেরি না করে আজই পড়ে ফেলুন,আর ভক্ত না হলে কাল-পরশু পড়লেও চলবে কিন্তু পড়ুন ।
Profile Image for Rashedul Riyad.
58 reviews32 followers
November 5, 2013
এই উপন্যাস দিয়েই সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখার সাথে পরিচয় হয়েছিলো। এই উপন্যাসটি পড়েই সুনীলের ভক্ত হয়ে গিয়েছিলাম। অসাধারণ একটি উপন্যাস।
Profile Image for basri.reads.
49 reviews4 followers
September 10, 2021
“নিজের আনন্দের জন্য যদি কেউ অপটু হাতেও ছবি আঁকে, তাতেই বা দোষ কী! যার কণ্ঠস্বর সুরেলা নয়, সে কি নিজের আনন্দের জন্যও গান গাইবে না? সব খেলায় সবাই জয়ী হয় না। কিন্তু হেরোরা যদি খেলতে না চায়, তাহলে তো কোনও খেলাই হবে না।”

“যত উপায়েই মানুষের কন্ঠ রুদ্ধ করা হোক, মানুষের মন কিছুতেই নির্বাক হয়না। প্রতিটি জাগ্রত মুহূর্তেই মানুষের মন কিছু না কিছু বলে।”


অন্যরকম একটা অনুভূতি হচ্ছে।চাকরির পরীক্ষার জন্য পড়া কিছু তেতো বিষয় যখন উপন্যাসে পড়ার সময় এত মধুর লাগে। সেই স্কুল থেকে পড়ে আসা লেখক কবি এদের সম্পর্কে আরো বিশদভাবে জানতে পারা, বিশেষত রবীন্দ্রনাথের পরিবার, সাহিত্যজীবন।আমি সুনীলের সেই সময়, পূর্ব-পশ্চিম পড়িনি। বরাবর সবার রিভিউ দেখে দেখে কৌতূহল হতো এই বইগুলো নিয়ে মানুষ এমন করে কেন।অবশেষে প্রথম আলো প্রথম পার্ট পড়েই ভীষণ আফসোস হচ্ছে কি সব বই আমি মিস করেছি না পড়ে।তর সইছে না পরের পার্ট কবে শেষ করবো।
Profile Image for Fahad Ahammed.
365 reviews42 followers
March 29, 2024
প্রথম ও দ্বিতীয় খন্ড মিলে প্রায় ১২০০+ পৃষ্ঠা, মোটেও সহজ কথা নয়। বিশাল কাজ। আমি এর আগে "সেই সময়" শেষ করেছি, দুঃখের সাথে বলতে হচ্ছে, আমার কাছে সেই সময়ের ধারেকাছেও মনে হয়নি এই বই। লেখক শক্তিশালী এবং তার উপস্থাপন শৈলী শিল্পতুল্য, কোনো সন্দেহ নেই। তাও সুনীল গঙ্গোপাধ্যায় যে গল্প টা বলতে চাইলেন তা আমাকে ঠিক ঐ ভাবে আকৃষ্ট করতে পারেনি।

তিন তারকার কারণ হতেপারে, সেই সময় পড়ার পর উচ্চাকাঙ্খা সৃষ্টি হওয়া, অথবা সম্প্রতি বিখ্যাত সব রাশান বই পড়তেছি, সেই মজা পাচ্ছি, তাই এটা অবহেলিত হয়েছে এমনটাও সম্ভব।

তবে ত্রিপুরার রাজার গল্প অনেক সুন্দর চলছিল, ভালো মজা পাচ্ছিলাম কিন্তু ঠাকুর বাড়ির গল্পে কেমন যেন সোনার চেয়ে খাদ ই বেশি।

তার পরেও আমার মনে হয় সুনীলের শ্রেষ্ঠ কাজ গুলোর মধ্যে একটা তাই পড়ে ভুল করিনি।
Profile Image for S.Ach.
601 reviews195 followers
May 17, 2023
ସୁନୀଲ ଗଙ୍ଗୋପାଧ୍ୟାୟଙ୍କ ବହୁଚର୍ଚ୍ଚିତ "ପ୍ରଥମ ଆଲୋକ" ପଢିବା ପାଇଁ ବହୁ ଦିନରୁ ଇଛା ଥିଲା | Bengal Renaissance ସମୟର ଏହି ଉପନ୍ୟାସର ପ୍ରମୁଖ ଚରିତ୍ର ରବିନ୍ଦ୍ରନାଥ ଟାଗୋର, ରାମକୃଷ୍ଣ ପରମହଂସ, ବିବେକାନନ୍ଦ ଆଦି ପ୍ରମୁଖ ବ୍ୟକ୍ତିତ୍ୱ ଯେଉଁମାନେ ହିଁ ଥିଲେ ସେ ସମୟର Bengali Intellectualism ର ଉତ୍ଥାନର ପ୍ରମୁଖ ସୂତ୍ରଧର | ଯେହେତୁ ବଙ୍ଗାଳି ଆଉ ଓଡ଼ିଆ ଭାଷାର ସାମଞ୍ଜସ୍ୟ ବହୁତ, ଓଡ଼ିଆ ଅନୁବାଦଟି ପାଇଲା ପରେ ମୋ ଖୁସିର ସୀମା ନଥିଲା | ମମତା ଦାଶଙ୍କ ଅନୁବାଦ ଉଚ୍ଚକୋଟୀର ଏବଂ original text ର ବହୁ ନିକଟ ବୋଲି ମାନେ ହୁଏ | ପ୍ରଥମ ଭାଗଟା ଟାଗୋର ଓ ବିବେକାନନ୍ଦଙ୍କ ମହାନ ହବା ପୂର୍ବ ସମୟର ଜୀବନୀ ରେ ସୀମିତ | ତେଣୁ, ଏଥିରେ ସେମାନଙ୍କ ଜୀବନର ସେହି ଉପଲବ୍ଧି ସବୁ ସ୍ଥାନ ପାଇଛି ଯେଉଁଟା ସେମାନଙ୍କ ଜୀବନର ପରବର୍ତ୍ତୀ ବୌଦ୍ଧିକ ବିକାଶର ଉତ୍ସ |

ସାତ୍ବିକ ପ୍ରେମ - ଭାଉଜ ଦିଅର ମଧ୍ୟରେ ଯାହା ରବିନ୍ଦ୍ରନାଥଙ୍କ ଅନେକ କବିତାର ପ୍ରେରଣା, ଗୁରୁ-ଶିଷ୍ୟ ମଧ୍ୟରେ ଯାହା ବିବେକାନନ୍ଦଙ୍କ ଆଧ୍ୟାତ୍ମିକ ଚେତନାର ସୂତ୍ର, ତାହା ଏହି ଉପନ୍ୟାସରେ ଦର୍ଶା ଯାଇଛି | ଏଥତ ବ୍ୟତୀତ ତ୍ରିପୁରା ରାଜାଙ୍କ କାହାଣୀ ଟି ମଧ୍ୟ ଅନେକ ରୋମାଞ୍ଚକର |

ଏ ଉପନ୍ୟାସର ଦ୍ଵିତୀୟ ଭାଗଟା ଯେଉଁଥିରେ ଟାଗୋର ଓ ବିବେକାନନ୍ଦ ସେମାନଙ୍କ enlightenment ପ୍ରାପ୍ତି କରିଥିଲେ, ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆହୁରି thought-provoking ହେଇଥିବ ବୋଲି ଆଶା | ବୋଧ ହୁଏ ତା'ର ଇଂରାଜୀ translation ରେ ହିଁ ମନ ତୃପ୍ତି କରିବାକୁ ପଡିବ |
Profile Image for Alfie Shuvro .
228 reviews56 followers
March 19, 2016
পুরো উপন্যাস জূড়েই রয়েছে রবীঠাকুর , স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ এর জিবন চরিতের বেশ কিছু অংশ। বাঙ্গলা মঞ্চনাটকের ও ইতিহাস একদম গোড়া থেকে বর্ণনা করা হয়েছে সুনিপুণ করে। কাদম্বরী প্রেমে পড়বে প্রতিটি পাঠক। সুনীল গঙ্গোপাধ্যায় এর অসাধারণ রচনা শৈলীর আর উপন্যাসের সংলাপ আপনাকে নিয়ে যাবে সমকালীন সময়ে।
Profile Image for Jahidur Shawon.
34 reviews3 followers
November 23, 2015
অতীত না ইতিহাস কে না জানতে চায়??? ইতিহাস জানার জন্য সবসময় কি ইতিহাসের বই ঘাটতে হবে?? আমার উত্তর না। প্রথম আলো আপনাকে নিয়ে যাবে সেই সময়ে যখন আমাদের ইতিহাসের কুশীলবরা তাঁদের সময়কে ছাপিয়ে হয়েছেন আমাদের আদর্শ।
Profile Image for Nawrin Boshra.
148 reviews50 followers
February 27, 2015
বইটা পড়ে রবীন্দ্রনাথকে যেন জানা হল নতুন করে।
Profile Image for Shalini Chakraborty.
7 reviews7 followers
September 11, 2018
অসাধারণ লেখনী , বইটি পড়ার সময় মনে হচ্ছিল যেন ও কালস্রোতে ভেসে চলেছি সময়ের বৈতরণী তে চেপে। ঐতিহাসিক চরিত্রদের চাক্ষুষ দেখতে পাচ্ছিলাম বই এর প্রতিটি পাতায়। তারা কেবল গুরুগম্ভীর মহান চরিত্র নয় বরং লেখকের সাবলীল লেখনী তে তারা যেন হয়ে উঠেছে মনের অনেক কাছে র মানুষ।

ঐতিহাসিক চরিত্র গুলি র পাশাপাশি লেখকের সৃষ্ট চরিত্র গুলি র উদারতা একনিষ্ঠতা ছুঁয়ে গেছে মনকে ভীষন ভাবে। এই অনবদ্য উপন্যাস টি উপহার দেওয়ার জন্য লেখকের কাছে বাংলা সাহিত্য ও পাঠক কূল থাকবে চিরকৃতজ্ঞ।
11 reviews4 followers
Read
May 6, 2018
এই বইটা বাসায় পড়ে ছিলো অনেকদিন ধরে। কার মালিকানায় সেটা জানি না।
উপরে মলাট ছিলো না, সাদা শক্ত একটা কভার ছিলো শুধু। ক্লাস সেভ���ন বা এইটে পড়তাম যখন, কৌতূহল-বশত পড়তে শুরু করেছিলাম।
সত্যি কথা বলতে কী, ছোট ছিলাম বলেই কি না জানি না - অনেকটাই বুঝি নাই বইয়ের। শুধু রবীন্দ্রনাথ-কাদম্বরী দেবীর জায়গাটুকুর কথা মনে আছে, খুব ভালো লাগছিলো পড়তে। কাদম্বরী দেবীর মৃত্যুর জায়গাটা পাতা উলটে দু-তিনবার পড়েছিলাম।
এছাড়া আরো তিন প্রেক্ষাপটের তিনটা গল্প ছিলো, যেটা পরবর্তীতে কোনোভাবে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত হয়েছে, বেশিরভাগই মনে নাই (অনেক আগের পড়া)।
বইটার সম্পর্কে ভালোভাবে জেনে আবার পড়তে চাইলাম, আর খুঁজেই পাই নাই (-_-)
যা হোক, বইটা আবার পড়বো। পড়ে ঠিকমতো রেটিং দেয়ার চেষ্টা করবো।
রেটিংঃ ঠিকঠাক পড়ি নাই তাই রেটিং নাই :P
Profile Image for Azdika Afsana.
20 reviews6 followers
February 9, 2020
History is a really boring topic for most of us. But if delivered well, anyone will fall in love with history and learn from it. This book made me fall in love with history. All the characters are alive, I've known them, studied about them, memorized their contribution to society in 6th or 7th grade the night before Social Science exam, forcefully. But the novel made me look at those characters as if they were near me, made me feel their pain, their growth, their happiness. I found myself walking on the streets of Kolkata, standing on the baranda of Thakurbari. The way the story is woven is so mesmerizing I had a hard time putting it away. Can't wait to read the second part.
56 reviews75 followers
October 20, 2018
প্রথমে খুব ভালো লাগছিল। মনে করলাম সুনীলের সেরা কাজ পড়ছি। এবারে হয়ত পছন্দের লেখকের তালিকায় সুনীলের নামটা উঠবে।

কিন্তু প্রতিবারের মতো এবারেও ব্যর্থ। এই উপন্যাসে কি রামকৃষ্ণ চরিত্রটির দরকার ছিল? যার সাথে কথা বললেই কি না, বিজ্ঞাত মনস্ক সব মানুষের ভক্তি এসে যায়। আস্তিক হতে শুরু করলেন সকলে।
খুব খুব খুব বিরক্ত লাগছে। এই চরিত্র নিয়ে লিখা প্রতিটা অধ্যায়ই।

একজন বলেছিলেন, সুনীলের ভাবালুতা একটা সারটেইন বোধের লিমিট ক্রস করার পরে আর ভালো লাগেনা। কথাটা আসলেই সত্যি।
Profile Image for Sucharita Paul Tiwari.
57 reviews46 followers
August 11, 2017
One of the best historical fictions that i have ever read..A seamless fusion of fiction and non fiction..The kind of book that you keep rediscovering every time you read and every chapter is a door that takes us into the world of enlightenment.. And what can i say about the writing of Sunil Gongopadhay..Its just flawless..
Profile Image for Mehadi ßhuiyan.
36 reviews
April 23, 2022
ঐতিহাসিক উপন্যাস পড়া আমার কাছে টাইম মেশিনে চেপে অতীত ভ্রমনের মতো। যারা আমাদের কিংবদন্তি,সোনালী ইতিহাসের বরপুত্র তারা তাদের সময়ে তাদের মতো করে জীবনযাপন করছেন। আর আমি যেনো সবকিছু হাওয়ায় ভেসে দেখছি।১১৩৫ পৃষ্টার বিশাল উপন্যাস। সমসাময়িক অনেক পরিচিত ব্যাক্তিদের সমন্বয়ে লিখিত। কিন্তু কোথাও সামান্যতম বিচ্যুতি চুখে পড়েনি।

উপন্যাসের শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যের মহারাজের আমন্ত্রণে তার উপজাতি প্রজাদের যাত্রাপথের বর্ণনা দিয়ে। ত্রিপুরার রাজা বীরচন্দ্র মানিক্য। যার রূপকথার রাজাদের মতো অনেক রাণী,কাছুয়া প্রাসাদ ষড়যন্ত্র সবকিছু আছে। তবে তিনি বাংলা সাহিত্যের সমাঝদার এবং কবি। তার জীবনাচরণ,রাজ্য,সাহিত্য বোধ সবকিছু খুব গোছালো ভাবে উঠে এসেছে এই উপন্যাসে। রাজা বীরচন্দ্র মানিক্যের পাটরানির মৃত্যুর পর তার শোক কাটিয়ে উঠতে সাহায্য করে নবীন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ভগ্নহৃদয়। রাজা খুশি হয়ে শাল-দোশালা পাঠান নবীন কবিকে। এখান থেকে উপন্যাসের কাহিনী চলে যায় ঠাকুর পরিবারে। যেখানে নবীন কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেদে��� প্রেস থেকে বই ছাপায় কিন্তু বিক্রি হয়না কিছুই। দেখা মেলে রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন বৌঠান কাদম্বরী দেবীর। ব্যাক্তিত্বময়ী বাঙালি নারীর আধুনিক জীবনযাত্রার অগ্রদূত রবির মেজবৌঠানের। উঠে আসে জ্যোতিন্দ্রনাথ ঠাকুর মানুষটির কথা,যিনি স্ত্রীর কাদম্বরী দেবীর মৃত্যুর পর একেবারে চলে যান পর্দার আড়ালে।

কালিভক্ত রামকৃষ্ণ পরমহংস ভোলাভালা মানুষটির প্রশংসা শুনে নিছক কৌতুহলের বশে তাকে দেখতে আসে নরেন দত্ত নামের অত্যন্ত আধুনিক চিন্তাধার এক যুবক। এই ছেলেটি পড়ে স্বামী বিবেকানন্দ নামে আত্মপ্রকাশ করে। থিয়েটার জগতের গিরিশচন্দ্র,অভিনেত্রী বিনোদিনী এবং সেই সময়ের থিয়েটারের স্বর্ণযুগের কথা ও উঠে আসে এই উপন্যাসে।। লেখিকা স্বর্ণকুমারী দেবি,তার কণ্যা সরলা দেবী, জগদীশ চন্দ্র বসু ও রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধুত্ব ও গবেষণার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের আর্থিক সহায়তা। গান্ধীজীর হ্যাট-কোট পড়ে বিদেশ থেকে ফিরে এসে দেশের মানুষের জন্য কিছু করার অদম্য উৎসাহ নিয়ে কাজে লেগে যাওয়ার সাহস তে অতুলনীয়।

রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে,তার সাংসারিক জীবন,আস্তে আস্তে সাহিত্য আকাশে উদিত হওয়া এবং জনপ্রিয়তা অর্জনের পর দেদিপ্যমান হয়ে পুরো উপন্যাস জুড়ে তার সশব্দে বিচরণ। এই উপন্যাসের বেশ গুরুত্বপূর্ণ চরিত্র ভরত। যাকে সবসময় ভাগ্যের নির্মম পরিহাসের স্বীকার হতে দেখা যায়। ভূমিসুতা নামের একটি মেয়ে তার জীবনে আসে কিন্তু নানান চড়াই উৎড়াই পেরিয়ে তাদের মিলন হয় একেবারে শেষে। এতো সব বিখ্যাত মানুষদের মাঝে এরা দুজন কে? সেটা ব��ঝতেই পারছহলাম না। পরে অবশ্য জানতে পেরেছি এরা লেখকেরই কাল্পনিক চরিত্র।
13 reviews3 followers
October 21, 2019
প্রত্যেক বাঙালির অবশ্য পাঠ্য। বলতে পারেন কিশোর বয়স অতিক্রম করার পর সহজপাঠ। তবে আমার অনুরোধ অন্তত কলেজে পড়ার সময় বা তারপরে বইটি পড়ুন । স্কুল জীবনে এই বই পড়ে অযথা নিজের মস্তিষ্ককে বিব্রত করবেন না, অনেক কিছুই বুঝবেন না এবং অহেতুক বইটিকে খারাপ বলে মনে হবে।
Profile Image for Maisha Samiha.
76 reviews67 followers
August 30, 2020
মুগ্ধতা... মুগ্ধতা... মুগ্ধতা...❤
Profile Image for Monami Arani.
36 reviews3 followers
January 28, 2021
সুনীলের প্রথম আলো না পড়লে জীবনটাই অসম্পূর্ণ থাকতো বলে মনে হয়...
August 8, 2022
সুনীল গঙ্গোপাধ্যায়ের কালজয়ী টাইম ট্রিলজির প্রথম উপন্যাস "সেই সময়" খুব তাড়াহুড়োয় শেষ করেছিলাম, সত্যি বলতে, সেজন্যই ততটা গভীরভাবে হয়ত এটিকে আমি অনুভব করতে পারিনি, যতটা আমি অনুভব করেছি "প্রথম আলো"কে।
ইতিহাস কি শুধুই খটমটে এক বিষয়ের নাম? নাকি এতে ঠাঁই নেয় কালের বিবর্তনবাদের গল্পও, যেখানে রক্তমাংসের অবয়বের কতশত আনাগোনা! কত যে না জানা, না শোনা অনুভবের পরিচয় পাওয়া যায়, তার পরিচয় শুধুমাত্র টাইম ট্রিলজি পড়লেই বোঝা সম্ভব, যার অন্যতম একটি অংশ এই "প্রথম আলো"।
শুরুতেই বলেছি, ইতিহাস আপাতদৃষ্টিতে হয়ত খটমটে, কিন্তু সেই খটমটে ঠাসবুনোন কাঠামো প্রাণ ফিরে পায় একটি সুনির্দিষ্ট কাল তথা সময়ে জন্ম নেয়া শত শত রক্তমাংসের অবয়বের চারিত্রিক ���িশ্লেষণের মাধ্যমে! তাদের উপলব্ধি, অনুভূতির একান্ত পরিচয়ও মিলেমিশে একাকার হয়ে যায় তৎকালীন সময়ের সামাজিক, রাজনৈতিক এমনকি ধর্মীয় দৃষ্টিকোণের সাথেই। সব মিলেই গঠিত হয় একটি সুনির্দিষ্ট কালের রূপরেখা। "প্রথম আলো"র প্রথম খণ্ডের প্রতিটি চরিত্রও সেভাবে আলো ছড়িয়ে গিয়েছে এই উপন্যাসের প্রতিটি পরতে পরতে, আলো ছড়িয়েছে তৎকালীন ব্রিটিশশাসিত সমাজে অন্যায়, অবহেলা, বঞ্চনা, লাঞ্ছনার বিরুদ্ধে হাজারো বাঙালির রক্ত টগবগ করা প্রতিবাদ, আলো ছড়িয়েছে ধর্মীয় গোঁড়ামোকে একপাশে রেখে সৃষ্টিকর্তার প্রতি শুদ্ধ ও স্বচ্ছ অনুভবেরা! একইসাথে আলো ছড়িয়েছে কারো কারো জীবনে আসা প্রথম শুদ্ধতম ভালোলাগার অনুভূতিও! আর সেসব আলোয় উজ্জ্বল হয়ে মিশে আছেন রবীন্দ্রনাথ, কাদম্বরী দেবী, জ্যোতিরিন্দ্রনাথ, রামকৃষ্ণের মত বিখ্যাত ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি ভরত, ভূমিসুতা, শশীভূষণের মত প্রতীকী চরিত্রেরাও।
ইতিহাসে কালের আবর্তন ঠাঁই পায় বলে এর কাহিনীবিন্যাসের চড়াই উৎরাইও কম নয়। ঔপন্যাসিকও এক্ষেত্রে তার রুচিবোধের এক অনন্য পরিচয় দিয়েছেন! শুরুটা হয়েছিলো ত্রিপুরার তৎকালীন মহারাজ বীরচন্দ্র মাণিক্যের রাজবাড়ি এবং অন্তঃপুরের আখ্যান দিয়ে, আর সেখান থেকে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, রবীন্দ্রনাথ-কাদম্বরী দেবীর কাব্যচর্চার সাথে তাদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বুনন, জ্যোতিরিন্দ্রনাথের স্বদেশপ্রেমের নিদর্শন, নারীজাগরণে জ্ঞানদানন্দিনী দেবীর অসামান্য ভূমিকার পাশাপাশি ধর্মীয় জাগরণের দিক দিয়ে ব্রাহ্ম সমাজ এবং রামকৃষ্ণের প্রতি তার ভক্তদের মোহাচ্ছন্ন ভক্তিশ্রদ্ধার ব্যাপারটিও পাঠকদের নজর কাড়তে বাধ্য।
“প্রথম আলো” ব্যক্তিস্বাধীনতা অর্জনের গল্প বলে, বলে জীবনের মোড় ঘুরিয়ে দেয়ার গল্পও। আর সেই গল্পের প্রতীকী চরিত্র হচ্ছে ভরত এবং ভূমিসুতা। নিকষ অন্ধকারাচ্ছন্ন কন্টকে আবৃত অতীতকে পেছনে ফেলে এসে নতুন করে বর্তমান ও ভবিষ্যৎ গড়ে তোলার জ্বলন্ত প্রতীক ভরত, যে নিজেকে একজন ভাগ্যবিড়ম্বিত অসহায় মানুষ থেকে একজন আত্মস্বাবলম্বী শিক্ষিত যুবায় নিজেকে পরিণত করেছে। আর কালের আবর্তে প্রথম ভাললাগার নাম হয়ে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে জড়িয়ে গিয়েছে সহজ সরল অনাথা ভূমিসুতা। তাদের জীবনের এই অধ্যায়টি কি সফলতার আলো দেখেছিলো অবশেষে?
তবে সবকিছু ছাপিয়ে আমার মন ভিজিয়ে দিয়েছিলো কাদম্বরী দেবীর মৌন আত্মাভিমান। রবীন্দ্রনাথের কাব্যচর্চার জীবনে ভোরের সূর্যকিরণের মত ভর করে আসা কাদম্বরী আবার মিলিয়েও গিয়েছিলেন ভোরের সূর্যকিরণের মতই। ব্যক্তিগত জীবনে মানুষটির অনুভূতি ও উপলব্ধির বোধশক্তি যে কতটা তীব্র ছিলো, তা এই উপন্যাসের বিশেষ কিছু জায়গায় সুস্পষ্টভাবে প্রতীয়মান। কিছু মানুষের নীরবতার আলাদাই এক শব্দ ও ভাষা থাকে; কাদম্বরী দেবী তাদেরই দলভুক্ত কেউ একজন।
প্রথম আলো-তে যেমন ঠাঁই করে নিয়েছে প্রথম ভাললাগার গল্প, ইংরেজদের বিরুদ্ধে প্রথম নবজাগরণের গল্প, কবিগুরুর প্রথম জীবনে কাব্যচর্চার চড়াই উৎরাইয়ের গল্প, ঠিক তেমনই উঠে এসেছে অবহেলা, লাঞ্ছনা গঞ্জনা, শোষণ, বৈষম্যের গল্পও! ভারাক্রান্ত হৃদয় নিয়ে উপন্যাসটির প্রথম খণ্ড শেষ করার পর মনে হচ্ছিলো, ভালবাসার অপর পিঠে সবসময় শুধু ঘৃণাই নয়, বরং ক্রোধ এবং তাচ্ছিল্যেরও বসবাস!

সবশেষে এই উপন্যাসের আমার সবচেয়ে প্রিয় উক্তিটি লেখার লোভ সংবরণ করতে পারছিনা--
“অভিমান হল হৃদয়ের অতি গোপন প্রকোষ্ঠের ব্যাপার। যে কেউ সেখানে হাত ছোঁয়াতে পারেনা।”
উপন্যাসের নামঃ প্রথম আলো (প্রথম খণ্ড)
লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়
ধরনঃ ঐতিহাসিক-সামাজিক উপন্যাস
প্রকাশনীঃ আনন্দ পাবলিশার্স
প্রথম প্রকাশঃ ১লা মে, ১৯৯৬
মোট পৃষ্ঠাসংখ্যাঃ ৪২৪
93 reviews15 followers
January 10, 2017
প্রথম আলোঃ প্রথম খন্ড বুক মিভিউ
প্রথম আলো বইটির রিভিউ না বলে বইটি পড়াকাল দিনকাল রিভিউ বলা যেতে পারে। অনেক দিন ধরে পড়ছি তো। ভরত যখন পড়ছিল-আমারো তখন পড়ার আগ্রহ হচ্ছিল। মনোমহিনী যখন ভরতের বেড়া দিয়ে উকি মারছিল, হাত ধরে টানাটানি করছিল-মন চাইছিল, ইশ কেউ যদি এরকম করে হাত ধরত। পরনে মনিপুরীদের মত লাল উড়ান, মাথায় লাল দুই পাতার ঝুটি, সদা উচ্ছল সেই যুবতীর ক্ষীপ্র চাহনি। ভরত গেল। এলেন ভারতেশ্বরী স্বয়ং রবিঠাকুর। আকুল করে রাখলেন। কাদম্বরী দেবীর কথায় তুলে দিলেন সুর। এ ভরা বাদর মাহ ভাদর। আহা রবিঠাকুরের লেখা তো কখনো এভাবে ভাবায় নি। গান শুনলেই তো ঘুম পায়। এখন বইয়ের বিকেল। রবি, ভরত, ভূমিসুতা কেউই আর টানছেনা। বিশাল সমুদ্রের ছোট ছোট ঢেউ হয়ে আসছে। মনে হচ্ছে অচিরেই জলোচ্ছ্বাস হয়ে সব মিলে যাবে। বই পড়া চলছে।
ভূমিসুতা আর ভূমিসুতা। একবার মনে হচ্ছিল ভুমি আপু মনে হয় বিনোদিনী হবেন(এখনো ২য় খন্ড পড়িনি) আবার একবার মনে হচ্ছে উনি বসন্তকুমারী হবেন। শশিভূষন চাহিয়াও পাইলেন না, আর ভরত পাইয়াও পাইল না। আরে ওত কি কাচুমাচু করলে চলে। সাহেব বিবি রাজী তো ডাক কাজি।থাক তেরে নাম সিনেমায় ভুমিকা চাওলা নায়িকা কে মনে আছে? আহারে কি শুভ্র চেহারা ছিল তার। হারিয়ে গেছে।
প্রথম পর্ব শেষে একটা মজার চিন্তা! কে মরবে দ্বিতীয় পর্বে। এবারে তো তেমন কেউ মরল না। বীরচন্দ্র নাকি ভরত? ভরতকেই তো ছোট থেকে দেখলাম, ও মরলে ষোলকলা পূর্ণ হবে। ভরতের মৃত্যুটা হয়ত এ�� করুন করে দেখাবে যে- এই যে প্রথম আলো পড়ার দিনগুলি, বইয়ের সাথে মিলেমিশে সুন্দর দিনগুলিও হয়তো তখন বিষাদ লাগে। আমি আবার বই মাস জুড়ে পড়ি তো।
মামা!!!মহেন্দ্রলাল যেভাবে রোগীদের টাকা নেবার জন্য পাকড়াও করে, এক কথায় অলিম্পিক। আর ক্যান্সারের কবিরাজী নাম জানেন তো-রোহিনী। হেহে। সত্য মিথ্যা জানিনা।
Displaying 1 - 30 of 101 reviews

Join the discussion

Can't find what you're looking for?

Get help and learn more about the design.