Shabnur Suraiya’s Post

View profile for Shabnur Suraiya, graphic

Chairman and Marketing Director

একটা নির্লজ্জ , বেয়াদব এবং বেহায়া জেনারেশন তৈরির মিশনে নেমেছে শিক্ষাবোর্ড। একটা জাতিকে আপনার হাতের মুঠোয় আনতে হলে প্রথমে সেই দেশের শিক্ষা ব্যাবস্থাকে আপনার হাতের মুঠোয় আনতে হবে,সেটাই করছে সুবিধাবাদীরা । বইয়ে বিভিন্ন অসামাজিকতার ছাপ , ইসলাম বিরোধী বিভিন্ন জঘন্য বিষয়কে তুলে ধরা হচ্ছে। বলার মতো কেউ নেই, প্রতিবাদ করা মতোও কেউ নেই। একটা অসুস্থ জেনারেশন তৈরি হতে যাচ্ছে যাদের নৈতিকতা বলতে কিছু থাকবে না। ধীরে ধীরে সমস্ত পরীক্ষা তুলে দেওয়া হচ্ছে এবং বাচ্চাদেরকে ফোনমুখি করা হচ্ছে , এখন পরীক্ষা দেখলে মনে হয় যেন ফাইজলামি করছে। এছাড়া ও প্রাই সকল বোর্ড পরীক্ষা থেকে শুরু করে বিসিএস পর্যন্ত প্রশ্ন ফাঁস হচ্ছে নিয়মিত , এখানেই শিক্ষাবোর্ডের ব্যার্থতার প্রতিচ্ছবি দেখা যায়। এমন চলতে থাকলে আগামীতে আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন কি ? আল্লাহ্ এই জাতিকে হেফাজত করুন।

Md. Monjur Alam

Master of Business Studies- MBS at National University

1w

এই শিক্ষা বোর্ড যারা পরিচালিত করেন তারাই হলো রাজাকার তারাই হলো রাষ্ট্রদ্রোহী এবং তারাই হলো রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। আল্লাহর লানত তাদের উপর!

Like
Reply

I think our education system should be arranged international standard. So total education system will have to arrangement in a pouring manner.

Like
Reply

কোন জাতিকে ধ্বংস করার একমাত্র উপায় হল তারই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা। সমস্ত নাস্তিক্যবাদী জিনিসপত্র ছোট বাচ্চাদের মেধায় ঢুকিয়ে দিচ্ছে। আল্লাহ আমাদের সন্তানদেরকে ইসলামী জ্ঞানে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক।

Like
Reply
Fahim Masud

Merchandising II Sourcing II Negotiations II Business Development II

3w

তো এখানে লাফালাফি করে লাভ কি ? কই আপনাকে তো দেখলাম না প্লে কার্ড হাতে নিয়ে রাস্তায় নামতে ? এই প্লাটফর্মটা লাফালাফি করার যায়গা না

জাতিকে এরা শিক্ষিত মূ্র্খ তৈরী করবে।

Md. Mominul Islam

General Manager QA,QC,QMS,TQM,Six Sigma(Zero defects, Customer perfection, Operational excellence)

3w

Perfectly said

A H M Kausher

Senior Water Management Planning Professional

3w

ম্যাডাম, নুতন প্রজন্মের শিক্ষার পদ্ধতি র সমালোচনা যতেষ্ট নয়। শীক্ষা নীতি পদ্ধতি স্থির করেন আমাদের যারা শিক্ষা দিয়েছেন তারাই। শীক্ষা নীতি পদ্ধতি প্রণয়নে যুক্ত থাকেন সমাজের মাথা মহান শিক্ষকগণ যাদেরকে সময়ের সব চেয়ে যোগ্য শিক্ষক বা শীক্ষাবিদ বিবেচনা করা হয় তাদের নিয়ে। তারা আমাদের গুরুজন পথ প্রদর্শক। যথাস্থানে আপনার আমার আমাদের মতামত তুলে ধরতে হবে। বিভিন্ন দেশের বিশেষত আমাদের আর্থ সামাজিক সাংস্কৃতিক বৈশিষ্টের সামঞ্জস্য বা কাছাকাছি পরিবেস পরিস্থিত বিরাজমান। উপমহাদেশের ক্ষুদ্র দেশ শ্রীলংকা শিক্ষার মানের দিক থেকে সবচেয়ে এগিয়ে। বিশ্বের প্রায় সব দেশের বিশ্ববিদ্যালয়ে শ্রীলংকান শিক্ষক আছে। আমরা যেখানেই গেছি সেখানেই তাদের উপস্থিতি পেয়েছি ,সে উন্নত, অনুন্নত, উন্নয়নশীল যাই হোক না কেন। আমাদের দেশের অনেক খ্যাতিমান শিক্ষক বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষক। তাহলে আমরা কেন একটা মানসম্পন্ন টেকসই শিক্ষা নীতি পদ্ধতি তৈরি করতে পারছিনা। চলমান নীতি পদ্ধতির ত্রুটিগুলি যার যার অবাস্থান থেকে তুলে ধরুন। যাতে এক সময়ে আমরা একযোগে বলতে পারি ,আমরা কি চাই।।আমরা শিক্ষিত দায়িত্তশীল অবস্থানে থাকা নাগরিকগণ এর দায় এড়াতে পারিনা।

Tina Melia

Sr.Executive , at Jefftex BD Associates

1w

আসলে আমরা এখন বাঁধা পরে গিয়েছি। আমাদের বসে বসে তাদের মর্জি দেখা ছাড়া কোনো উপায় নেই। যতই কেউ বলুক না কেনো তারা তো কানেই তুলবে না। 😢

Anisur Rahman

Think Positive be positive

1w

excellent awareness for education

Like
Reply
Sanaul Khan

Executive at Kansai Nerolac Paints Ltd

1w

সঠিক।

Like
Reply
See more comments

To view or add a comment, sign in

Explore topics